তিউনিশিয়া টুরিস্ট ভিসা | তিউনিশিয়া টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া |

তিউনিশিয়া কাজের ভিসা

তিউনিশিয়া টুরিস্ট ভিসা

ভূমিকাঃ- তিউনিশিয়া দক্ষিণ আফ্রিকার একটি দেশ।  দেশটি মুসলিম দেশ হিসেবে পরিচিত। দেশটির রাজধানীর নাম তিউনিস। দেশটির আয়তন ১ লক্ষ ৬৩ হাজার ৬১০ বর্গ কিলোমিটার। (২০২০ অনুযায়ী) এই দেশটিতে মোট জনসংখ্যা রয়েছে ১ কোটি ১৭ লক্ষ ৮ হাজার ৩৭০ জন।

তিউনিশিয়া একটি সুন্দর দেশ। এখানে রয়েছে প্রাচীন সভ্যতা ঐতিহ্য ও সংস্কৃতি। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অনেক আকর্ষণীয়   ভ্রমণকারীদের কাছে। এখানে ভিন্ন ধর্মীয় ঐতিহ্যবাহী স্থান রয়েছে। তিউনিশিয়া পর্যটকদের জন্য উপযুক্ত একটি দেশ। বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে তিউনিশিয়াতে। এই দর্শনীয় স্থানগুলো দেখার জন্য প্রতিবছর অন্যান্য দেশ থেকে অনেকেই এসে থাকেন।

তিউনিশিয়ার দর্শনীয় কিছু স্থান

  • কারথাগো শহর
  • কারথাগো জাদুঘর
  • ইআই জেম
  • হমট সউক
  • সিদি বোউসাদ
  • সউস
  • তোজেউর
  • তিউনিস
  • কায়রোিউয়ান
  • মোনাস্টির

ভিসা আবেদন প্রক্রিয়া

তিউনিশিয়া  যেতে বাংলাদেশীদের জন্য ভিসার প্রয়োজন হয়। ভিসার জন্য নিম্নলিখিত কথাগুলো অনুসরণ করতে হবেঃ-
  • প্রথমত তিউনিশিয়া ভিসা আবেদন  ফর্ম টি পূরণ করতে হবে। আবেদন  ফর্মটি আপনারা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে পূরণ করতে পারেন।

আবেদনের লিংক

https://www.tunisianembassy.org/visa-services

  • যারা নিচে আবেদন করে দূতাবাসের জমা দেওয়াটা ঝামেলা মনে করেন তারা যেকোনো একটি এজেন্সের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে তারা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত গাইডলাইন দিবে।
  • আবেদনকারী সমস্ত কাগজপত্র নিয়ে তিউনিসিয়া  দূতাবাসে জমা দিয়ে ফি প্রদান করতে পারবে এবং কাগজপত্র গুলি সাবমিট করতে পারবেন। ভিসার জন্য বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  1. সঠিক পাসপোর্ট  (যেটি কমপক্ষে ছয় মাসের জন্য বৈধ থাকবে)
  2. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
  3. পূর্ণ হালনাগাদ ট্রেড লাইসেন্স।
  4. ভিসা আবেদন  ফর্ম।
  5. জাতীয় পরিচয় পত্র, জন্ম সনদ।
  6. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  7. ব্যাংক স্টেটমেন্ট। অবশ্যই শেষ ছয় মাসের স্টেটমেন্ট দেখাতে হবে।
  8. এয়ারলাইন্স টিকিট।
  9. হোটেল বুকিং এর কপি।
  10. সদ্য তোলা ছবি।
  11. ভিজিটিং কার্ড।
  12. করোনা টিকা সনদপত্র।
  13. সম্পদের দলিল।
  14. স্বাস্থ্য বীমা।

প্রসেসিং এর সময়কাল

ভিসা প্রসেসদের সময় লাগবে প্রায় ১০ থেকে ১৫ দিন। তবে জানিয়ে রাখা ভালো যে আপনি যদি কৃষক প্রসেসিং এর সময় কোন ধরনের জালিয়াতির চেষ্টা করেন অথবা কোন নকল ডকুমেন্টস প্রদর্শন করেন এক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিং হতে অনেক বেশি সময় লেগে যেতে পারে।

ভিসার মেয়াদকাল

তিউনিসিয়া ভ্রমণ ভিসার মেয়াদকাল ৩ মাস। তবে আপনি সেখানে গিয়ে একাধারে সর্বোচ্চ ৬০ দিনের বেশি অবস্থান করতে পারবেন না। অর্থাৎ চার দিনের বেশি অবস্থান করলে আপনাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে।

ভিসা বাতিল হওয়ার কারণ

সঠিক সময়ে ফি পরিশোধ না করলে।
ভুল তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করলে।
তাদের নির্দেশাবলী অমান্য করলে।
সত্যতা নিশ্চিত করা  সম্ভব না। এমন ভুল তথ্য প্রদান করলে।
প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুসারে আবেদনকারীর ভ্রমণের ভিসা বাতিল করা হতে পারে।

আরো জানতে ভিজিট করুন

নবীনতর পূর্বতন