তানজানিয়া টুরিস্ট ভিসা | তানজানিয়া যেতে কত টাকা লাগে |

তানজানিয়া টুরিস্ট এবং ওয়ার্ক পারমিট ভিসা

তানজানিয়া টুরিস্ট ভিসা

তানজানিয়া ওয়ার্ক পারমিট ভিসা

তানজানিয়া পূর্ব আফ্রিকার ভারত মহাসাগর এর তীরে অবস্থিত একটি  প্রজাতান্ত্রিক দেশ। এই দেশের বৃহত্তম নগরী দারুস সালাম এবং রাজধানীর নাম দোদোমা।  এই দেশটির সরকারি ভাষা দুইটি প্রথমটি ছোঁয়াহিলি এবং দ্বিতীয়টি  ইংরেজি।  ইংরেজি ভাষাটি উচ্চ আদালত উচ্চতর শিক্ষা ক্ষেত্রে বেশি প্রযোজ্য। দেশটির আয়তন লক্ষ ৪৭ হাজার ৩০৩ বর্গ কিলোমিটার। আর এই  দেশটিতে মোট জনসংখ্যা রয়েছে কোটি ১৭ লক্ষ ৪১ হাজার ১২০ জন (২০২২)

ভ্রমণ করার মতো দেশ  তানজানিয়া।  জাগতিক বৈচিত্র সমৃদ্ধ একটি দেশ তানজানিয়া। দেশটিতে জাতিগত বৈচিত্রের সমৃদ্ধ প্রায় একশটির মতো বিভিন্ন ভাষা প্রচলিত রয়েছে। মে থেকে সেপ্টেম্বর এবং জানুয়ারি থেকে মার্চ  মাস এই দেশটির পর্যটন মৌসুম। এই সময়ই বিশাল সাফল্য, স্বচ্ছ শান্ত সমুদ্র এবং সুন্দর পর্যটন স্পট উপভোগ করতে পারবেন। সাপ্তাহিক বাজার এবং শপিং কেন্দ্রগুলি বর্ষাকালে খুব উন্নয়ন পায়। আপনি যদি ভ্রমণ প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে আপনি তানজানিয়া যেতে পারেন।

তানজানিয়ার দর্শনীয় কিছু স্থান

  • কিলিমঞ্জারো জাতীয় উদ্যান
  • এনজিওরঙ্গোরো সংরক্ষণ অঞ্চল
  • সেরেঙ্গেটি জাতীয় উদ্যান
  • জাঞ্জিবার

ভিসা আবেদন প্রক্রিয়া

তানজানিয়ার ভিসা আবেদন করতে হলে নিম্নোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে:
  • প্রথমে, তানজানিয়ার সফরের জন্য পাসপোর্ট এবং ভ্যাকসিনেশন কার্ডের স্ক্যানকৃত কপি সংগ্রহ করুন।
  • তানজানিয়ার হাই কমিশনের ওয়েবসাইটে যান। এটি আপনার দেশের বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইট হতে পারে।

আবেদনের লিংক

https://www.tanzaniaetravelonline.org ওয়েবসাইটে যেতে পারেন।

  • ওয়েবসাইটে গিয়ে, "Visa Services" অপশনটি চয়ন করুন এবং "Apply for Visa" সেকশনটি নির্বাচন করুন।
  • সেখানে আবেদন ফরম পূরণ করুন। ফরমটি পূর্ণ করার জন্য আবশ্যক তথ্য হলো নাম, ঠিকানা, জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর, সফরের তারিখ এবং বৈশিষ্ট্য তথ্য যেমন হোটেলের ঠিকানা এবং সফরের উদ্দেশ্য ইত্যাদি।
  • তানজানিয়ার ভিসা আবেদন ফি দিয়ে ফরমটি সাবমিট করুন


প্রয়োজনীয় কাগজপত্র

  1. একটি বৈধ পাসপোর্ট লাগবে। যার মেয়াদ সর্বনিম্ন মাস থাকবে।
  2. জাতীয় পরিচয় পত্র,
  3. জন্ম সনদ।
  4. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  5. ব্যাংক স্টেটমেন্ট।
  6. ব্যাংক স্টেটমেন্ট, অবশ্যই শেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে।
  7. সদ্য তোলা ছবি (পাসপোর্ট সাইজের)
  8. ভিজিটিং কার্ড।
  9. করোনা টিকা সনদপত্র।
  10. এয়ারলাইন্স টিকিট।
  11. হোটেল বুকিং এর কপি।
  12. সম্পদের দলিল।
  13. স্বাস্থ্য বীমা।
  14. ট্রেড লাইসেন্স।

ভিসা প্রসেসিং ফি

তানজানিয়ার ভিসা প্রসেসিং ফি ১৮০০ টাকা।

ভিসা প্রসেসিং এর সময়

তানজানিয়ার ভিসা প্রসেসিং হতে সময় লাগে আনুমানিক কর্ম দিবস।

তানজানিয়ার ভিসার মেয়াদ

এই দেশটির ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন হয়ে থাকে।

ভিসা বাতিল হওয়ার কারণ

ভিসা বাতিল হওয়ার পেছনে বেশ কয়েক রকম কারণ থাকতে পারে। যেমন,
  • পাসপোর্ট এর মেয়াদ উত্তীর্ণ হওয়া বা মেয়াদ ছয় মাস এর কম থাকা।
  • অবৈধ বা ভুল তথ্য দিয়ে ফর্ম পূরণ করা।
  • ভিসা ফি জমা না দেওয়া।
  • অবৈধভাবে ভিসা নেওয়ার চেষ্টা করা।
  • সকল  কাগজপত্র সঠিক না থাকা।

আরো জানতে ভিজিট করুন

নবীনতর পূর্বতন