ক্যামেরুন টুরিস্ট ভিসা | ক্যামেরুন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া |

ক্যামেরুন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া

ক্যামেরুন টুরিস্ট ভিসা

ক্যামেরুন পশ্চিম মধ্য আফ্রিকান একটি দেশ দেশটির রাজধানীর নাম ইয়াউন্দে। দেশটির সরকারি ভাষা ফরাসি ইংরেজি। তবে আঞ্চলিক ভাষা বেশ কয়েক রকম রয়েছে। দেশটিতে খ্রিস্টান ধর্মের আধিক্য সবচেয়ে বেশি। এই দেশটির মোট আয়তন লক্ষ ৭৫ হাজার ৪৪২ বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা কোটি ৯৩ লক্ষ ২১ হাজার ৬৩৭ জন (২০২২ আনুমানিক)

ক্যামেরণ বিরল প্রাকৃতিক  সৌন্দর্যের অধিকার একটি দেশ। ক্যামেরুন কে মিনি আফ্রিকা হিসেবে বর্ণনা করা হয়। দেশটি প্রাকৃতিকগত সৌন্দর্যের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে। কিন্তু অন্যান্য দেশের মতো ক্যামেরুন  পর্যটকদের তেমন ভিড় দেখা যায় না। ভিড় না দেখার পেছনে দেশটির অবকাঠামগত সুবিধার অভাব রয়েছে।

ক্যামেরুনের দর্শনীয় কিছু স্থান

  1. ইয়াউন্ডে
  2. ওয়াজা জাতীয় উদ্যান
  3. মারুয়া
  4. ডুয়ালা
  5. বামেন্ডা
  6. লিম্বে
  7. ফোমবান
  8. বাফৎসম
  9. ক্রিবি
  10. কোরপ জাতীয় উদ্যান

ক্যামেরুন টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া

  • আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। অথবা কোন এজেন্সির সাহায্যে ভ্রমণ আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন।
  • সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে ভিসা আবেদন  ফর্ম পূরণ করতে হবে।

ক্যামেরুন টুরিস্ট ভিসা আবেদনের লিংক

https://cibtvisas.com/destination/cmr/cameroon-visa

ক্যামেরুন টুরিস্ট ভিসায় প্রয়োজনীয় কাগজপত্র

  1. প্রথমত পাসপোর্ট এর প্রয়োজন হবে। পাসপোর্টে মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন ছয় মাস।
  2. ভিসা আবেদন ফরম পূরণ করতে হবে।
  3. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবির প্রয়োজন হবে।
  4. ব্যাংক স্টেটমেন্ট।
  5. ট্রেড লাইসেন্স (বিজনেসম্যান এর ক্ষেত্রে)
  6. পুরনো পাসপোর্ট থাকলে সেই পাসপোর্ট এর প্রয়োজন হবে।
  7. এর আইডি কার্ড, জন্ম  সনদপত্রের ফটোকপি।
  8. হোটেল বুকিং এবং এয়ারলাইন্স টিকেট।
  9. স্বাস্থ্য বীমা।
  10. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  11. আমন্ত্রণপত্র (যদি থাকে)
  12. সকল  কাগজপত্রগুলো ইংরেজিতে হতে হবে।

ভিসা প্রক্রিয়াকরণের সময়

ভিসা প্রক্রিয়াকরণে ১০ থেকে ১৫ কর্মদিবস সময় লাগে। দূতবাসে সময় লাগে থেকে ১০ কর্মদিবস আর পাসপোর্ট ট্রানজিটের জন্য সময় লাগে থেকে কর্ম দিবস।

ভিসা প্রসেস ফি

ক্যামেরুন ভিসা প্রসেস ফি ১৮০০ টাকা হয়ে থাকে।

ভ্রমণ বিষয়ে সতর্কতা

  • ভ্রমণ বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত।
  • ভ্রমণ করার পূর্বে আমাদের সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে সঠিকভাবে রাখা উচিত।
  • প্রয়োজনীয় অর্থ, মোবাইল ফোন, চার্জার, পাওয়ার ব্যাংক ইত্যাদি প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখবেন।
  • অবৈধভাবে কোন কিছু বহন করা যাবে না।
  • যে স্থানে ভ্রমন করতে যাবেন সেই স্থানের আইন কানুন সম্পর্কে এবং সেই স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য  দেখে নিতে ভুলবেন না।  যে স্থানে আপনি ভ্রমণ করতে যাবেন সেই স্থান সম্পর্কে কিছুটা জানা থাকলেও আপনার অনেক উপকারে আসবে।

আরও জানতে ভিজিট করুন

নবীনতর পূর্বতন