ওমান কাজের ভিসা | ওমান টুরিস্ট ভিসা |

ওমান কাজের ভিসা | ওমান টুরিস্ট ভিসা |

ওমান কাজের ভিসা

ওমান টুরিস্ট ভিসা

ওমান এশিয়া মহাদেশে অবস্থিত একটি রাষ্ট্র। এদেশের বৃহত্তম নগরী বা  রাজধানী মাস্কাট। এদেশের সরকারি ভাষা আরবী। দেশটিতে ইবাদি ইসলাম রাষ্ট্র ধর্ম। দেশটির মোট আয়তন লক্ষ হাজার ৫০০ কিলোমিটার। ওমানের মোট জনসংখ্যা ৪৫ লক্ষ ২০ হাজার ৪৭১  জন (২০২১)  দেশটির মুদ্রার নাম রিয়াল।

ওমানের অন্যতম প্রধান আকর্ষণ উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে বিস্তৃত আল হাজরা পর্বতমালাটি। এটি ৩০১০ মিটার উঁচু। শুধু কারণেই ওমান ভ্রমণকারীদের কাছে জনপ্রিয় নয়। ওমান  পক্ষি প্রিয় মানুষদের জন্য অনেক বেশি জনপ্রিয়। দেশটিতে স্থানীয় প্রায় 80 প্রজাতির এবং অতিথি  পাখি ৪০০ প্রজাতির দেখা যায়। ওমানে আরো অনেক দর্শনের স্থান রয়েছে যেমন, চুনাপাথরের পাহাড়ি গুহা। মাজলিস  আল জিন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গুহা ওমানে অবস্থিত। ওমানে এছাড়াও আরও অনেক জনপ্রিয় বা দর্শনীয় স্থান রয়েছে। যে কারণে মূলত প্রতিবছর অনেক মানুষ এদেশে ভ্রমণ করতে এসে থাকেন।

ওমানের দর্শনীয় কিছু স্থান

ওমানে অনেক দর্শনের স্থান রয়েছে। যে স্থানগুলোতে ভ্রমণ করার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ প্রতিনিয়ত এসে থাকেন। বিভিন্ন দর্শনীয় স্থান এর মধ্যে কয়েকটি দর্শনীয় স্থান এর নাম উল্লেখ করলাম।
  • মাছকাট
  • নিঝুয়া
  • সোহার
  • হাইমা
  • সালালাহ
  • ইব্রি
  • দুখুম
  • রুস্তাক

ভিসা আবেদন প্রক্রিয়া

  • প্রথমত আপনাকে অনলাইনে মাধ্যমে ভিসা আবেদন ফরমটি পূরণ করতে হবে।
  • আবেদন করার পরে ওমানের বাংলাদেশে থাকা দূতাবাসে  পূরণকৃত ফরমটি জমা দিতে হবে। ফরম এর পাশাপাশি আরো অন্যান্য কাগজপত্র প্রয়োজন হবে।

আবেদনের লিংক

https://www.omantoursandtravel.com/ci/voman/form

  • আবেদন করার পর ভিসা  ফি প্রদান করতে হবে।
এছাড়াও যে সকল কাগজপত্র গুলো প্রয়োজন হবে তা হলঃ-


প্রয়োজনীয় কাগজপত্র

  1. একটি বৈধ পাসপোর্ট লাগবে। যার মেয়াদ সর্বনিম্ন মাস থাকবে।
  2. জাতীয় পরিচয় পত্র,
  3. জন্ম সনদ।
  4. পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  5. ব্যাংক স্টেটমেন্ট।
  6. ব্যাংক স্টেটমেন্ট, অবশ্যই শেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে।
  7. সদ্য তোলা ছবি (পাসপোর্ট সাইজের)
  8. ভিজিটিং কার্ড।
  9. করোনা টিকা সনদপত্র।
  10. এয়ারলাইন্স টিকিট।
  11. হোটেল বুকিং এর কপি।
  12. সম্পদের দলিল।
  13. স্বাস্থ্য বীমা।
  14. ট্রেড লাইসেন্স

ভিসা প্রসেসিং এর সময়

ওমান ভিসা প্রসেসিং হতে সময় লাগে আনুমানিক কর্ম দিবস।

ওমান ভিসার মেয়াদ

এই দেশটির ভিসার মেয়াদ ৩০ দিন। তবে আপনি যদি ইউরোপীয় দেশের পাসপোর্ট ধারণ করেন তবে আপনার জন্য ওমান ভ্রমণের ভিসার মেয়াদ ৯০ দিন।

ভিসা বাতিল হওয়ার কারণ

ভিসা বাতিল হবার অনেক রকম কারণ থাকে। অনেক সময় আমরা জেনে আবার না জেনে এই ভুলগুলো করে থাকি। তবে আমাদের সকলের  এই বিষয়ে সতর্ক থাকা উচিত।
  • আবেদন ফরমে ভুল তথ্য প্রদান করলেন।
  • ভিসা আবেদনকারী নির্দেশিত দফা পূরণ না করা।
  • পাসপোর্ট বা অন্যান্য দফা অবৈধ হলে।
  • ভিসা প্রদানের জন্য সঠিক কাগজপত্র না থাকলে।
  • আবেদনকারী পেশাবা শিক্ষাগত সংহতি না থাকলে।
  • আবেদনকারীর অবৈধ কাজ বা নিবন্ধন হলে।

আরো জানতে ভিজিট করুন

নবীনতর পূর্বতন