ত্রিনিদাদ ও টোবাগো টুরিস্ট ভিসা
ত্রিনিদাদ ও টোবাগো উত্তর
আমেরিকার দক্ষিণ ক্যারিবিয়ন সাগরের একটি প্রজাতন্ত্রের রাষ্ট্র। দেশটির রাজধানীর নাম পোর্ট অফ স্পেন।
সরকারি ভাষা হিসেবে ইংলিশ ও স্প্যানিশ ভাষা ব্যবহৃত
হয়। এদেশটি আয়তনের দিক দিয়ে অনেক ছোট। দেশের আয়তন মাত্র ৫ হাজার ১৩১
বর্গ কিলোমিটার। এই ছোট দেশটিতে ১৪ লক্ষ ৫
হাজার ৬৪৬ জন মানুষ বসবাস
করেন।এ দেশটি ভ্রমণ
করার জন্য অনেক বেশি আকর্ষণীয়। এখানে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আরো অনেক রকম আকর্ষণীয় স্থান দেখতে পারবেন। দেশটিতে সমুদ্র সৈকত ও জলপ্রপাত রয়েছে
এগুলো পর্যটকদের কাছে
অনেক আকর্ষণীয়। এছাড়াও এই দেশটি চকলেট
উৎপাদন এর জন্য বিখ্যাত
সুতরাং আপনারা চকলেট উৎপাদন এর ফ্যাক্টরি দেখতে
পারেন। উপন্যাসও ডিরেক ওয়ালকার এ দেশে জন্মগ্রহণ
করেন তার
বাড়ির মিউজিয়াম দেখতে পারেন। ছোট দেশ হিসেবে এছাড়া ও আরো অন্যান্য
আকর্ষণীয় স্থান রয়েছে এই দেশটিতে।
ত্রিনিদাদ ও টোবাগোর দর্শনীয় কিছু স্থান
এ দেশটিতে অনেক
দর্শনীয় স্থান রয়েছে। এই
দেশটিতে ভ্রমণকারীদের জন্য কিছু দর্শনীয় স্থান এর নাম নিচে
উল্লেখ করা হলো।
- রিপাবলিক
বোরো অফ পয়েন্ট ফরটিন
- সিপারিয়া
- পেনাল-ডেবে
- রিও
ক্লারো মায়ারো
- সান
জুয়ান লাভেন্টাইল
- ডিয়েগো
মার্টিন
- সাংরে
গ্র্যান্ডে
- চৌভা-টাবাখুইট-টাল্পারো
- টুনা
পুনা-পিয়ারকো
- সান
ফের্নান্ডো
- প্রিন্সেসটাউন
- চাগুয়ানাজ
- পোর্ট
অফ সেপন
- রয়্যাল চাটার্ড বোরো অফ আরিমা
ভিসা আবেদন প্রক্রিয়া
- প্রথমে,
ত্রিনিদাদ ও টোবাগোর সংশ্লিষ্ট
দূতাবাসে ভিসা আবেদন ফরম পাওয়া যায়। আবেদনকারীরা অনলাইনে ফরম পূরণ করতে পারেন।
- আবেদনকারীকে
ভিসা আবেদন ফরম পূরণের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে, যেমন পাসপোর্ট, ছবি এবং অন্যান্য প্রমাণপত্রগুলি। আবেদনকারীকে আবেদনের সময় অবশ্যই সঠিক ও পূর্ণ তথ্য
সরবরাহ করতে হবে।
- সমস্ত
তথ্য জমা দেওয়ার পর, আবেদনকারীকে আবেদনের জন্য প্রদত্ত ফি পরিশোধ করতে
হবে। এরপর আবেদনকারীর আবেদনটি পরীক্ষা করা হবে।
- ভিসা
আবেদন অনুমোদন হলে, আবেদনকারীকে একটি ভিসা অনুমোদন পত্র প্রদান করা হবে।
আবেদনের লিংক
https://foreign.gov.tt/documents/147/Document_1_-_Visa_Application_Form.pdf
প্রয়োজনীয় কাগজপত্র
- একটি বৈধ পাসপোর্ট লাগবে। যার মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থাকবে।
- জাতীয় পরিচয় পত্র,
- জন্ম
সনদ।
- পুলিশ
ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- ব্যাংক
স্টেটমেন্ট।
- ব্যাংক স্টেটমেন্ট, অবশ্যই শেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে।
- সদ্য তোলা ছবি (পাসপোর্ট সাইজের)
- ভিজিটিং
কার্ড।
- করোনা
টিকা সনদপত্র।
- এয়ারলাইন্স
টিকিট।
- হোটেল
বুকিং এর কপি।
- সম্পদের
দলিল।
- স্বাস্থ্য
বীমা।
- ট্রেড
লাইসেন্স
ভিসা প্রসেসিং এর সময়
ত্রিনিদাদ ও টোবাগোর ভিসা
প্রসেসিং হতে
সময় লাগে আনুমানিক ৭ থেকে ১০
কর্মদি দিবস। (এটি দূতাবাসের
সিদ্ধান্তের ওপর নির্ভরশীল)ত্রিনিদাদ ও টোবাগোর ভিসার
মেয়াদ
এই
দেশটির ভ্রমণ ভিসার
মেয়াদ ৯০ দিন পর্যন্ত
হয়ে থাকে। এই ৯০ দিনের
মধ্যে আপনাকে ভ্রমণ শেষ করে নিজ দেশে ফেরত আসতে হবে।ভিসা বাতিল হওয়ার কারণ
- ভ্রমণ
উদ্দেশ্যে ভিসা জমা
না দেওয়া।
- ভিসা ফ্রম এ সঠিক তথ্য
প্রদান না করা।
- অবৈধভাবে ভিসা নেওয়ার চেষ্টা করা।
- পাসপোর্ট বা অন্যান্য
দলিল পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়া।
- ভিসা আবেদনের জন্য যে সকল কাগজপত্র
দেওয়া হবে সেই সকল কাগজপত্র
ঝামেলা থাকা।
- ভিসা জমা দেওয়ার পর আলাদা কিছু তথ্য প্রদান করতে হয় সেই সকল তথ্যগুলো না থাকা বা সংগ্রহ করতে না পারা।
আরো জানতে ভিজিট করুন