ভেনেজুয়েলা টুরিস্ট ভিসা
ভূমিকাঃ- ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত একটি দেশ। এই দেশটির বৃহত্তম নগরী এবং রাজধানী কারাকাস। দেশটির মোট আয়তন ৯ লক্ষ ১৬ হাজার ৪৫ বর্গ কিলোমিটার। এই দেশটিতে মোট জনসংখ্যা ২ কোটি ৯৭ লক্ষ ৮৯ হাজার ৭৩০ জন। এ দেশটিতে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করা হয় স্প্যানিশ ভাষা।ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটি সুন্দর প্রাকৃতিক,
সাংস্কৃতিক, ও সামাজিক দেশ। এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং সাংস্কৃতিক ও সামাজিক
জীবন সম্পর্কে অপরিসীম অভিজ্ঞতা পাওয়া সম্ভব।
এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেক বেশি পরিচিত। এখানে বিশাল সাগর, পাহাড় মালা
রয়েছে। বিভিন্ন দর্শনীয় স্থান থাকার কারণে বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়ে
থাকে। সৈকত, প্রাকৃতিক উদ্যান, ন্যাশনাল পার্ক ইত্যাদি আকর্ষণীয় স্থান রয়েছে।
ভেনেজুয়েলার দর্শনীয় কিছু স্থান
- ম্যারোকয় জাতীয় উদ্যান
- মেদানোস ডি কোরো
- মচিমা জাতীয় উদ্যান
- মাউন্ট রুরাইমা
- মার্গারিটা দ্বীপ
- মেডিডা কেবল কার
- চোরোনি
- লস রোকস
- এঞ্জেল ফেল্স
ভেনেজুয়েলা টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া
- আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন করতে হলে এই লিংকে প্রবেশ করতে হবে।
আবেদনের লিংক
https://visathing.com/country/venezuela/
- এই লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করে অথবা পূরণ করে ভেনিজুয়েলা দূতাবাসে সাবমিট করতে হবে।
- আবেদন ফরম পূরণ করার পর ভিসা কি প্রদান করতে হবে। ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রদান করতে হয়।
- ভিএফএস এর অফিসে সকল কাগজপত্র এবং ভেসা ফি এর পেমেন্ট রশিদ সহ জমা দিতে হবে।
- আরো অন্যান্য যে সকল কাগজপত্র প্রয়োজন তা নিচে উল্লেখ করা হলো।
ভেনেজুয়েলা টুরিস্ট ভিসায় প্রয়োজনীয় কাগজপত্র
- পাসপোর্ট লাগবে। সর্বনিম্ন ছয় মাস বা তার বেশি মেয়াদ থাকতে হবে।
- জাতীয় পরিচয় পত্র, জন্ম সনদ এর প্রয়োজন হবে।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- ব্যাংক স্টেটমেন্ট। অবশ্যই শেষ ছয় মাসের স্টেটমেন্ট দেখাতে হবে।
- সদ্য তোলা ছবি।
- ভিজিটিং কার্ড।
- করোনা টিকা সনদপত্র।
- এয়ারলাইন্স টিকিট।
- হোটেল বুকিং এর কপি।
- সম্পদের দলিল।
- স্বাস্থ্য বীমা।
- ট্রেড লাইসেন্স (ব্যবসায়ীদের ক্ষেত্রে)
ভেনেজুয়েলা টুরিস্ট ভিসা প্রসেসিং এর সময়কাল
আনুমানিক ভেনেজুয়েলার ভিসা প্রস্তুত হতে সময় লাগে ১০ থেকে ১৫ কর্ম দিবস।ভেনেজুয়েলা টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন
ভেনেজুয়েলার ভ্রমণ ভিসার মেয়াদ ৯০ দিন পর্যন্ত হয়ে থাকে।ভ্রমণ বিষয়ে সতর্কতা
- বর্তমানে ভেনেজুয়েলা অন্যান্য দেশের মতো ততটা নিরাপদ নয়।
- ভেনেজুয়েলা যাবার পূর্বে আপনি যে স্থানে যাবেন সেই স্থান সম্পর্কে জেনে নেওয়া উচিত।
- ভেনেজুয়েলা ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আইন কানুন সম্পর্কে জানতে হবে।
- ভ্রমণে গিয়ে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বা রাজনৈতিক দলের পক্ষে কথা বলা থেকে বিরত থাকতে হবে।
আরো জানতে ভিজিট করুন